কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই একঝাঁক মেধাবী তরুণ শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৬ ডিসেম্বর কয়েকজন তরুণ সংবাদকর্মীর হাত ধরে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। বর্তমানে সংগঠনটিতে প্রায় অর্ধশত সংবাদকর্মী রয়েছেন যারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। একই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠনটির সদস্যরা সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে লেখনীর মাধ্যমে অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দিয়েছেন। দিনদিন কলমের সেই ধার আরও শাণিত হচ্ছে। কুবিসাস সদস্যরা একদিকে যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সাফল্য, গবেষণা, তারুণ্য ও শিক্ষার মান নিয়ে কাজ করে তেমনিভাবে বিশ্ববিদ্যালয়ে ঘটা বিভিন্ন অনিয়ম-দূর্নীতি নিয়ে কাজ করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রায় সাথে থাকার প্রত্যয়.....