'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

সাংবাদিক মহিউদ্দিনকে হত্যায় কুবিসাস’র নিন্দা

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন ওরফে নাঈম সরকারকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। শনিবার (১৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহাদাত বিপ্লব ও সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান মুরাদ।

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহ করতে গেলে গত বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মাদক কারবারিদের সঙ্গে কথা কাটাকাটি হয় সাংবাদিক মহিউদ্দিনের। একপর্যায়ে মাদক কারবারিরা পিস্তল দিয়ে মহিউদ্দিনকে গুলি করে। এ সময় তাঁদের আরও কয়েকজন সঙ্গী লোহার রড দিয়ে মহিউদ্দিনকে মারধর করে পালিয়ে যায়। পরে বিজিবির শংকুচাইল ক্যাম্পের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, মাদক ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় মহিউদ্দিনের ওপর ক্ষিপ্ত ছিল মাদক ব্যবসায়ীরা। এ কারণেই মাদক ব্যবসায়ীরা গত বুধবার রাত নয়টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইলসংলগ্ন হায়দ্রাবাদ নগর এলাকায় মহিউদ্দিনকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে।

এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কুবিসাস’র নেতৃদ্বয়। যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরেই বুড়িচংয়ে অবৈধ কারবারি চালিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা। অথচ প্রশাসন দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ নেয়নি। ফলে সাংবাদিককে গুলি করে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে তারা। হত্যাকাকান্ডের চারদিন পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনও কাউকে আইনের আওতায় না আনায় আমরা বিস্ময় প্রকাশ করছি।

হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন কুবিসাস’র নেতৃদ্বয়। এছাড়া পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ধন্যবাদান্তে,
(মুহা. মহিউদ্দিন মাহি)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *