'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কার- কুবিসাস’র প্রতিবাদ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাংবাদিকতা করার দায়ে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)”। বৃহস্পতিবার (১৪ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদ হাসানের এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ডিআইইউ প্রশাসন ও কর্তৃপক্ষের অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জেরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি ১০ শিক্ষার্থীকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। যা গণমাধ্যমের টুঁটি চেপে ধরার শামিল।”
সাংবাদিক নেতারা আরও বলেন, মূলত নিজেদের অপরাধ ঢাকতেই সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছে। এছাড়াও গণমাধ্যমে কণ্ঠরোধের এক অলীক স্বপ্ন দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলোর জন্য জায়গা বরাদ্দসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়ে থাকে সেখানে ডিআইইউ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয়টি মুক্তবুদ্ধি চর্চায় অসহযোগিতা ও শিশুসুলভ আচরণ করছে।
অবিলম্বে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরির পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতার পথ উন্মুক্ত করে মুক্ত-বুদ্ধিচর্চার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অন্যথায় সারা দেশের ক্যাম্পাস সাংবাদিক সংগঠনগুলোকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ধন্যবাদান্তে,
আবু শামা
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *