'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

খুবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (খুবিসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। সোমবার (২৩ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।

জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজওয়ান আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের প্রতিনিধি মো. যায়েদ বিন ছিদ্দিক।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মীম (দৈনিক ঢাকা টাইমস), যুগ্ম সম্পাদক তানজীম তালহা (বিডি সমাচার), সাংগঠনিক সম্পাদক একরামুল হক (দৈনিক নয়া শতাব্দী), অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহ (চ্যানেল ২৪ অনলাইন), দপ্তর সম্পাদক প্রাণ প্রতিম কুণ্ডু (দ্যা ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার (ট্রিবিউন নিউজ বিডি.কম), কার্যনির্বাহী সদস্য আমিনুর রহমান (দৈনিক আমার সংবাদ), মো. নাঈমুর রহমান (কিংস নিউজ ২৪.কম) ও তানভীর হাসান তন্ময় (পল্লী নিউজ)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। খুবিসাস’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

ধন্যবাদান্তে,
(জুবায়ের রহমান)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *