'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

‘সারথী’র জন্য লেখা আহবান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সাময়িকী ‘সারথী’ প্রকাশ করা হবে। এতে প্রবন্ধ, অভিজ্ঞতা, ভ্রমণ কাহিনী, ছোটগল্প, কবিতা ইত্যাদি অর্ন্তভূক্ত থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে যারা এই সাময়িকীতে লেখা প্রকাশ করতে আগ্রহী তাদেরকে এর সম্পাদনা পর্ষদের নিকট লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে নিম্নোল্লিখিত ই-মেইলে লেখকের পরিচয় ছবিসহ লেখা পাঠানোর অনুরোধ করা হলো।

★লেখা অবশ্যই বিজয় বায়ান্নো’র SutunnyMJ ১৪ ফ্রন্টে পাঠাতে হবে।

লেখা পাঠানের ই-মেইল:
couja2014@gmail.com / shahadatbiplob97@gmail.com / Nazmulipsc@gmail.com
মোবাইল: ০১৭০৬৪১১৫১৭/ ০১৮৪২৬৫০৬৭১/ ০১৮৬৫০৯৫৯৪১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *