কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ফেব্রুয়ারি, ২০১৮ খ্রিস্টাব্দে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) একটি স্মরনিকা (সঞ্জীবন) প্রকাশ করতে যাচ্ছে। উক্ত স্মরনিকায় বিভিন্ন লেখকদের প্রবন্ধ, অভিজ্ঞতা, ভ্রমন, ছোটগল্প, কবিতা ইত্যাদি থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে যারা এই স্মরনিকায় লেখা প্রকাশ করতে আগ্রহী তাদেরকে সাংবাদিক সমিতির স্মরনিকার সম্পাদক পর্ষদের নিকট লেখা প্রদানের অনুরোধ জানানো হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি, ২০১৮ তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ই–মেইলে লেখা পাঠানোর অনুরোধ করা হলো। লেখা অবশ্যই বিজয় বায়ান্ন ২০০৩ এ SutonnyMJ ফ্রন্টে হতে হবে।
ই–মেইল: couja2014@gmail.com / coujaofficial@gmail.
মোবাইল: ০১৬৭১৪২৮৫৮৭/০১৭৬৪৫১৮৪৭০/০১৮১২৪১৯১৫৪